নির্বাচন কমিশন একটি ভাঙা হাড়ি: রিজভী

Slider বিচিত্র

images(34)

বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভাঙা হাড়ি কখনও জোড়া লাগে না। নির্বাচন কমিশন একটি ভাঙা হাড়ি।

আমরা তাদের কাছে যতই অভিযোগ করি তাদের কোনো কাজ হবে না। কোনো কিছুই এদের কানে যায় না। ভাঙা হাড়ি যেমন জোড়া লাগে না। নির্বাচন কমিশনে অভিযোগ করেও তেমন কোনো প্রতিকার হয়না।
মঙ্গলবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করার পরও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না।

বিএনপির পক্ষ থেকে রিজভী অভিযোগ করেন, নির্বাচন শুরুর পর থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শতাধিক ভোট কেন্দ্রে বিএনপির এজেন্ট বের করে দেয়া হয়েছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোউৎসব চলছে। বিএনপি এজেন্টদের নজিরবিহীনভাবে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বিএনপির এজেন্ট বের করে দিয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে সীল মারছে। ভোটার উপস্থিতি থাকলেও বলা হচ্ছে ভোট হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আবদুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *