রাতুল মন্ডল গাজীপুরের সালনা এলাকা থেকে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডের জোলারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির প্লোলিং এজেন্ট বেড় করে দিয়েছে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা। এ ব্যাপারে কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং
অফিসার গিয়াস উদ্দীন জানান, পেটে ব্যাথা শুরু হলে ওরা কেন্দ্র থেকে চলে যায়। হুমকির বিয়ষটি আমার জানা নেই।
বিএনপির প্লোলিং এজেন্ট হেলাল উদ্দিন জানান,সকাল ৯টার দিকে তাদেরকে ছাত্রলীগ, পুলিশ কেন্দ্র থেকে বেড় হয়ে যেতে হুমকি দেয়। তিনি আরো জানান,কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ অফিসার এস আই আশিক তাদেরকে আটকের হুমকি দেয়।
উল্লেখ্য ওই পুলিশ অফিসার মুন্সীগঞ্জ জেলার সিরাজদী খান থানায় কর্মরত আছেন। কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিসাডিং অফিসার গিয়াস উদ্দীন জানান, পেটে ব্যাথা শুরু হলে ওরা কেন্দ্র থেকে চলে যায়। হুমকির বিয়ষটি আমার জানা নেই।
উল্লেখ্য, গাজীপুরে মোট ভোটার আছেন ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। নতুন ভোটার একলাখ ১১ হাজার। শ্রমিক ভোটার দুই লাখের বেশি। সিটির ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৩৭টিকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে