মুন্সীগঞ্জ জেলার একটি গ্রামের নাম হাইয়ার পাড়। উত্তর ও দক্ষিণ দুটি ভাগে বিভক্ত এ গ্রামটি। পুর্বপুরুষ থেকেই এই দুই পাড়ার মধ্যে বিরোধ চলে আসছে। এক পাড়ায় কোন সমস্যা হলে নির্দ্বিধায় অন্য পাড়াকে দায়ী করে। এমনকি কোন পাড়ায় বিয়ের প্রস্তাব আসলে অন্য পাড়ার লোক সেটা ভেঙ্গে দেয়। এভাবেই চলতে থাকে তাদের বিরোধ।
এর মাঝে গ্রামে চোরের উৎপাত শুরু হয়। কিন্তু কুকুরের জন্য কোন কোন বাড়িতে চোর ঢুকতে পারে না। আবার কোন কোন বাড়িতে গেট আটকানো থাকে। তখন এ সব বাড়ির মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে চোরেরা। প্রেমিকাদের সঙ্গে তারা রাতের বেলায় দেখা করার নামে চুরি করে। এভাবেই চুরি করতে গিয়ে ঘটতে থাকে নানারকম মজার ঘটনা। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ায় আরও উত্তেজনা সৃষ্টি হয়।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে চোর চুরি বিয়ে শিরোনামের নাটকটি। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- রহমত আলী, মোশাররফ করিম, নূপূর, শামীম, জাহিদ শিকদার, কাজী রফিক, শরিফুল ইসলাম, শান্তনা, শিমুল, মশিউর রহমান. তানভির, সোমা কর্মকার প্রমুখ। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে এ নাটকটি।