সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ: পোগবা

Slider খেলা

090522_bangladesh_pratidin_bdp_2

রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্স। তবে ফর্মে নেই দলটির তারকা খেলোয়াড় পল পোগবা।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমটা মোটেও ভাল কাটেনি তার। এতটাই বাজে খেলেছেন যে কোচ জোসে মোরিনহো মাঝে মাঝে বাধ্য হয়েছেন তাকে বসিয়ে দিতে। বিশ্বকাপের আসরে ফ্রান্সের হয়েও দুটো ম্যাচে এখনও কোনো বড় ঝলক দেখাতে ব্যর্থ তিনি।
অন্যদিকে, ফরাসি সংবাদমাধ্যম প্রতিনিয়ত কড়া সমালোচনা করে যাচ্ছে তাকে নিয়ে। সব কিছু মিলিয়ে বেশ চাপের মুখেই আছেন তিনি। আর এই মধ্যে পোগবা জানিয়ে দিলেন, ‘‌সম্ভবত এটাই হতে চলেছে আমার শেষ বিশ্বকাপ। ’‌

পোগবা বলেছেন, ‘‌আমি বাস্তববাদী। জানি না এর পরের বিশ্বকাপে আমি ডাক পাব কিনা। হয়তো আমার থেকে আরও অনেক ভাল প্লেয়ার উঠে আসবে আগামী চার বছরে।

তাই বাস্তববাদী হতেই হবে। ’‌
তবে মুখে বললেও, পোগবা যে আরও একটা বিশ্বকাপ খেলার মরিয়া চেষ্টা করবেন, সেটা স্পষ্ট তাঁর কথায়, ‘‌আশা করি আরও বেশি বিশ্বকাপে খেলতে পারব। আমার কাছে তবু তো দু’টো বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে। কেউ কেউ তো একটা খেলার জন্যেও স্বপ্ন দেখা দেখে। তার জন্য আমার ভাগ্যবান হওয়া উচিত। ’‌

উল্লেখ্য, ২০১৩ সালে দেশের হয়ে অভিষেক হয়েছিল পোগবার। ২০১৪ সালের বিশ্বকাপে সেরা তরুণ প্লেয়ারও হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *