বিশ্বকাপ ডেস্ক:পানামার জালে গোল উৎসব চলছে ইংলিশদের। বিরতির বাঁশি বাজার আগেই ৫ গোল করেছে সাউথগেট শিষ্যরা। জোড়া গোল করেছেন জন স্টোনস ও ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইন। অপর গোলটি এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তরুন মিডফিল্ডার জেসি লিনগার্ডের অসাধারণ দূরপাল্লার শট থেকে।
খেলার ৮ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রক্ষণভাগের খেলোয়াড় জন স্টোনস। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম লেখান দুর্দান্ত ফর্মে থাকা কেইন। ৩৬ মিনিটে ডান পায়ের বাঁকানো শটে পানামার জালে বড় জড়ান লিনগার্ড।
চার মিনিট বাদেই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল পান স্টোনস। বিরতির বাঁশি বাজার আগে অতিরিক্ত সময়ে ফের পেনাল্টি থেকে গোল করেন টটেনহ্যাম তারকা কেইন। সেইসঙ্গে ৪ গোল নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেলজিয়ামের রমেলু লুকাকুর পাশে জায়গা করেন নেন তিনি। ইংল্যান্ডের গোল উৎসব চলতে থাকলে, আজই তালিকার ওপরে উঠে যেতে পারেন কেইন। সেটা হলে এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক দেখার সুযোগ মিলবে ফুটবল প্রেমীদের।স্পেনের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা রোনালদো।