স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: বিভিন্ন কৌশলে রিটার্নিং অফিসারের নিকট থেকে সাংবাদিক পরিচয়পত্র নিয়ে যাচ্ছেন অনেক রাজনৈতিক নেতা-কর্মী। এদের মধ্যে আওয়ামীলীগ, বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতারাও রয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু গবেষনা পরিষদ, বিএনপির অঙ্গসংগঠন জিয়া পরিষদ, জাসাস ও ইসলামী দলের একাধিক লোক সাংবাদিক পরিচয়ে নির্বাচন পর্যবেক্ষনের অনুমতি নিচ্ছেন। যদিও রিটার্নিং অফিসার ১৩টি তথ্য চেয়ে একটি নির্ধারিত আবেদনপত্রের ফরম বিতরণ করেন। ওই ফরমে আবেদন করে সাংবাদিক পরিচয়পত্র নেয়া হচ্ছে। ফরমের ১১ নম্বর কলামে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয় উল্লেখ থাকলেও তা গোপন করে কতিপয় রাজনৈতিক লোক সাংবাদিক পরিচয়পত্র নিচ্ছেন।
এ বিষয়ে রিটার্নিং অফিস থেকে কোন সদোত্তর পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, এ ধরণের অবস্থা হলে সুষ্ঠু নির্বাচনে সমস্যা হবে। সাংবাদিক পরিচয়ে যেন কেউ নাশকতা করতে না পারে সেজন্য অতিরিক্ত সতর্কতাও অবলম্বন করা হবে।