চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Radio চট্টগ্রাম

215050_bangladesh_pratidin_train-sm120180503160241

চট্টগ্রামের ষোলশহর এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মিলন (৩৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার শাহজানপুরের এ বাসিন্দা মারা যান বলে জানান চমেক হাসপাতাল ফাড়িঁর সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, এর আগে সকালে মিলন আহত অবস্থায় চমেকে ভর্তি হন। মিলনের মরদেহ পরিবারকে হস্তান্তর করার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *