বিশ্বকাপ ডেস্ক: পঞ্চম দল হিসেবে শেষ ষোলোতে নাম লেখালো বেলজিয়াম। এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল রেড ডেভিলরা। আজকের খেলায় আফ্রিকান দল তিউনিসিয়া হজম করে পাঁচ পাঁচটি গোল। বেলজিয়াম তারকা হ্যাজার্ড-লুকাকুর জোড়া গোল ও বাতশুইয়ের এক গোলে ৫-২ ব্যবধানে বড় জয় পায় তারা। তিউনিসিয়ার পক্ষে প্রথম গোল করেন ডিলান বর্ন। খেলার প্রথম ১৮ মিনিটেই দর্শকরা উপভোগ করেন তিনটি গোল।
প্রথম দুই গোল করে বেলজিয়াম, পরেরটি তিউনিসিয়া। খেলার ৬ মিনিটে পেনাল্টি থেকে হ্যাজার্ড, ১৬ মিনিটে গোল করেন লুকাকু। তার দুই মিনিট পরে ১৮ মিনিটে তিউনিসিয়ার ডিলান বর্ন বেলজিয়ামের জালে বল জাড়ন। আবার প্রথমার্ধের শেষ মুহুর্তে রোমেলু লুকাকু করেন নিজের দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন হ্যাজার্ড। খেলার ৯০ মিনিটে গোল করেন বেলজিয়াম ফরোয়ার্ড বাতশুই। খেলার অতিরিক্ত সময়ে বেলজিয়ামের জালে জড়িয়ে ব্যবধান কমান তিউনিসিয়ার ওয়াহবি খাজরি। আজ গ্রুপ ‘জি’র ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামে দল দুটি। খেলাটি হয় মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে। বেলজিয়াম এবং তিউনিসিয়া দুই দলেরই আজ দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচেও তারকা পূর্ণ রেড ডেভিলরা নিরাস করেননি তাদের সমর্থকদের। সেই ম্যাচে নবাগত পানামার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় তারা। আজ তাদের মাঠে দেখা যাচ্ছে হলুদ জার্সিতে। অপরদিকে তিউনিসিয়া প্রথম ম্যাচে ২-১ গোলে হারের স্বাদ পায় ইংল্যান্ডের বিপক্ষে। তাদের দ্বিতীয় রাউন্ডে যাবার স্বপ্ন নষ্ট হল পরপর দুই ম্যাচের হেরে। বেলজিয়ামের পয়েন্ট ছয় এবং তিউনিসিয়ার শুন্য। এর আগে বিশ্বকাপে পরস্পরের তিনবারের দেখায় একবার করে জয় পায় দুই দলই ও একটি ম্যাচ হয় ড্র।