ব্রাজিল ০ – ০কোস্টারিকা

Slider খেলা

175941bra

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেচে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে আজকের ম্যাচ সে কারণে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নেইমারদের জন্য।

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল দল। ইনজুরির কারণে বাদ পড়েছেন দানিলো। তার জায়গায় একাদশে এসেছেন ফ্যাগনার।

ফেবারিট ব্রাজিল প্রথম ম্যাচে ধাক্কা খেয়ে সুইসদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। অন্যদিকে কোস্টারিকা প্রথম ম্যাচে হেরে গেছে। সে কারণে জয়ের জন্য মরিয়া হয়ে উঠবে তারাও।

ব্রাজিল একাদশ : অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা (অধিনায়ক), মিরান্ডা, মার্সেলো, ফ্যাগনার, কাসিমিরো, কৌতিনহো, পউলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস, নেইমার।

কোস্টারিকা একাদশ : কেইলর নাভাস (গোলরক্ষক), জনি অ্যাকোস্টা, গিয়ানসারলো গঞ্জালেজ, অস্কার দুয়ার্তে, ব্রায়ান অভিয়েদো, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, সেলসো বোর্গেস, ব্রায়ান রুইজ (অধিনায়ক), ডেভিড গুজম্যান, ইয়োহান ভেনেগাস, মার্কো ইউরেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *