পরমাণু অস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে এই তথ্য নিশ্চিত করেছে ৷
সেই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি পরমাণু ওয়ারহেড।
অন্যদিকে ভারতের হাতে আছে ১৩০ টি। তবে এদের থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় পুষ্ট চিন৷ তাদের হাতে রয়েছে ২৮০টি পরমাণু অস্ত্র।
রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে কয়েক হাজার পরামাণু অস্ত্র মজুত রয়েছে৷ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দাবি, বিভিন্ন দেশের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে তার ৯২ শতাংশ এই দুই দেশের কাছে আছে।
আরও বলা হয়েছে, প্রতিটি পরমাণু শক্তিসম্পন্ন দেশ নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টায় লিপ্ত৷ এই রেশ ধরেই ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রের মজুদ বাড়াচ্ছে৷ পাশাপাশি চীন তার পরমাণু অস্ত্র আরও শক্তিশালী করার চেষ্টা করছে৷
জানা গেছে, পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারত এতে উদ্বিগ্ন৷ বেঈজিং এবং ইসলামাবাদের মোকাবিলায় পালটা পরমাণু শক্তি বাড়িয়ে নিতে তৎপর নয়াদিল্লি৷ চীনকে টক্কর দিতে ভারত অন্তত ২০০ পরমাণু ওয়ারহেডের একটি ভাণ্ডার গড়ে তুলতে চাইছে৷