বিয়ের পর স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, এ কথার প্রচলন বহুকাল আগে থেকে। কিন্তু এবার গবেষণার মাধ্যমে একে স্বতঃসিদ্ধ করা হলো। আমেরিকার বার্মিংহাম ইয়ং ইউনিভার্সিটির এক দল গবেষক তাদের গবেষণায় বলেন, দাম্পত্য জীবন ১০ বছর পেরুনোর পর স্বামী-স্ত্রীর প্রেম প্রায় ফিকে হয়ে আসে। তবে আরো ৫ বছর টিকে থাকতে পারলে পুরনো প্রেম আবার মাথাচাড়া দেবে।
প্রধান গবেষক স্পেন্সার জেমস বলেন, এ বিষয়ে ২ হাজার নারীর ওপর গবেষণা চালানো হয়েছে। এদের প্রত্যেকের জন্ম ১৯৫৭-১৯৬৪ সালের মধ্যে। দেখা গেছে, এই নারীদের ৬৬ শতাংশ সুখী দাম্পত্য জীবন শুরু করেছিলেন। কিন্তু যত সময় গড়াতে থাকে সম্পর্ক তত খারাপ হতে থাকে। প্রথম ১০ বছরের মধ্যে সময়ের সঙ্গে প্রেম-ভালোবাসা খারাপের দিকেই যেতে থাকে। বহু সমস্যা লেগে যায় এবং তা সমাধানযোগ্য বলে মনে হয় না। এভাবে টানাপড়েন চরম পর্যায়ে থাকে।
আবার এ সময়ের মধ্যে নারীরা সংসারের কাজ এবং শিশু সামলাতে স্বামীর সঙ্গে প্রেম থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস