গাজীপুরে সুষ্ঠু ভোট না হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সিইসি

Slider গ্রাম বাংলা

Dhaka21220180620161624

গাজীপুর: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে এর জন্য যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় একথা বলেন সিইসি।

এসময় তিনি আরও বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তিনি আশা প্রকাশ করেন, তফসিল ঘোষণার পর ৮৪ দিন অতিক্রম হলেও এখানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি সুষ্ঠু ভোট হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ।

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম সভায় সভাপতিত্ব করেন। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি গাজীপুরের ডিসি-এসপি ছাড়াও পুলিশ, র‌্যাব বিজিবি আনসার বাহিনীর প্রতিনিধিগণ এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *