কমলাপুর থেকে টঙ্গী ডেমু ট্রেন চালু

ঢাকা সারাদেশ

download-(9)কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ডেমু ট্রেন সার্ভিস চালু হয়েছে। সার্ভিসটি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৮টায় টঙ্গী স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস উদ্বোধন করেন রেলমন্ত্রী।
কমলাপুর স্টেশন মাস্টার আ. মজিদ বিডি২৪লাইভ কে জানান,ঢাকা-টঙ্গী রুটে প্রতিদিন দু’বার যাতায়াত করবে ডেমো ট্রেন। একটি ট্রেন ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৬টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছবে। অপরদিকে আরেকটি ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে ৮টা ৩৫ মিনিটে।
তিনি আরো জানান,ছয় বগির এ ট্রেনে প্রতিবার ছয় শতাধিক যাত্রী যাতায়াত করতে পারবেন।
ডেমু ট্রেন চালু হওয়ায় ঢাকা ও টঙ্গী রুটে অফিসগামী মানুষের যাতায়াতের কষ্ট অনেকটা লাঘব হবে বলে মনে করছেন যাত্রীরা।
উল্লেখ্য, চীন থেকে ৬৮৬ কোটি ৫৯ লাখ টাকায় আনা হয়েছিল ২০ সেট ডেমু ট্রেন ।
ঢাকা- নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ-জয়দেবপুর রুটের পর এবার কমলাপুর- টঙ্গী রুটে আলোচিত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন সার্ভিস চালু হয়। রেলপথে কম্পিউটার ট্রেন সার্ভিস নামে নতুন এ ট্রেনের যাত্রা শুরু হয়েছিল।
সার্ভিসটি উদ্বোধ করার সময়মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল আহমেদ, রেলওয়ে বিভাগের সচিব মুনসুর আলী ও রেলওয়ের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *