রাজ্জাকের দলে ফেরার চ্যালেঞ্জ !

খেলা

10846198_807130529344497_824234127722667906_nপ্রত্যেক দলেই কয়েক জন খেলোয়াড় থাকেন যারা কখনো প্রচারের আলোতে আসেন না, তবে নিজের কাজ করে যান ঠিক ভাবেই।বাংলাদেশ টিমে আবদুর রাজ্জাক ও তেমনি।টেস্টে দলে তার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন থাকলেও ওয়ানডে বা টি-টোয়েন্টিতে দেশের সফলতম খেলোয়াড় বাগেরহাটের এই তরুন।
একটা সময় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন।খেলেছেন গত ২টি বিশ্বকাপ ও।অথচ আরেকটি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে রাজ্জাক তখন কালের গর্ভে হারিয়ে যাওয়া এক নাম।রাজ্জাক যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।
বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ জনের দলে আছেন, তবে ছিলেন না ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে।সময়টা খুব খারাপ যাচ্ছে রাজ্জাকের।জিম্বাবুয়ে সিরিজে না থাকায় কষ্ট গুলো যেন দুমড়ে -মুচড়ে দিচ্ছিলো রাজ্জাকের মনটাকেই ” খুব কষ্টকর ছিল দলের বাইরে থাকা।দিনগুলো কাটানো মুশকিল ছিল আমার জন্য “।
আগের মত ফর্ম নেই, বোলিংয়ে ধার নেই, ফিটনেস সমস্যাতো আছেই।একটা সময় যিনি উইকেট পেতেন মুড়ি মুড়কির মত সেই রাজ্জাকের ঝুলিতে গত ৭ ওয়ানডেতে মাত্র ৭ উইকেট ! প্রিমিয়ার লিগে ভালো করলে টিমে ফেরার সুযোগ ছিলো অথচ সেখানকার পারফরম্যান্স ও রাজ্জাক সুলভ নয় ।৬ ম্যাচে ১২ মাত্র উইকেট।বয়স বাড়ছে, অন্যদিকে তরুন স্পিনাররা পারফর্ম করে জানিয়ে দিচ্ছে তাদের আগমনী বার্তা ।তবে কি টিম বাংলাদেশে রাজ্জাকের সময় শেষ হয়ে এল? তবু আশাবাদি রাজ্জাক জানিয়ে দিয়েছেন তার লক্ষ্যের কথা…
” ফিটনেস নিয়ে একটু একটু সমস্যা ছিলো ।এজন্য ফিল্ডিং নিয়ে কাজ করতে পারিনি।এখন চেষ্টা করছি ফিটনেস-ফিল্ডিংয়ের উন্নতির।আমি আমার কাজ করে যাব, চেষ্টা করব পারফর্ম করতে।বাকিটা যা হওয়ার হবে “।
একটা সময় অবৈধ বোলিং অ্যাকশনের জন্য টিম থেকে বাদ পড়ে ছিলেন।মাঠে ফেরাই ছিল তখন বড় চ্যালেঞ্জ।সেই চ্যালেঞ্জে জিতে, বোলিং অ্যাকশন শুধরে আবার সবুজ মাঠের ২২ গজি পিচে ব্যাটসম্যানদের মনে ত্রাস ছড়িয়েছেন রাজ্জাক।হয়ে উঠে ছিলেন আগের মতই অপরিহার্য অংশ।
সামনে দলে ফেরার জন্য আবারো একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলের এই সিনিয়র খেলোয়াড়ের জন্য।এই চ্যালেঞ্জে জিতলে ভালো, নতুবা তার ক্যারিয়ারটাই যে হুমকীর মুখে পড়বে।রাজ্জাক চ্যালেঞ্জে জিততে পারবেন তো ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *