নাটোরের লালপুরে উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুন) বিকেলে উপজেলার ধুপইল এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বনপাড়া থেকে ১৪ যাত্রী নিয়ে লেগুনাটি বাগাতিপাড়ার দয়ারামপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে ধুপইল এলাকায় পৌঁছলে লেগুনার চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও যাত্রীসহ ১৫ জন আহত হন।
একই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে একই সড়কের অপরপাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৬ জনকে দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইস হাসপাতালে ও একজনকে দয়ারামপুর মজুমদার ক্লিনিকে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।