জাপানের বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে শুরুতেই বিপদে পড়ে শক্তিশালী কলম্বিয়া। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজ।
এরপর ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কাগাওয়া।
তবে ১০ জনের দলে পরিণত হলেও দমে যায়নি কলম্বিয়া। একের পর আক্রমণ করে জাপানের রক্ষণকে ব্যস্ত রাখার চেষ্টা করে গেছে লাতিন আমেরিকার দেশটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৯তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলটি করে কলম্বিয়াকে সমতায় ফেরান ফিরমান্ড কুয়িটেরো। প্রথমার্ধের বাকি সময় কোনো দল গোল করতে না পারায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।