গাসিকে ইফতার প্রচারণায় পিছিয়েছে ধানের শীষ

Slider গ্রাম বাংলা টপ নিউজ

1-1-7

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: প্রচারণার দ্বিতীয় দিনে ঝিমিয়ে পড়া প্রচরণার পালে হাওয়া লেগেছে। প্রধান দুই জোটের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন ভাল করে। অনেক দিন বন্ধ হয়ে থাকা প্রচারণায় সাধারণ ভোটাররা চাঙা হচ্ছেন। নতুনভাবে পোষ্টারিং, মাইকিং ও প্রার্থীদের গণসংযোগ নির্বাচনী আমজে তৈরী করছে নতুনভাবে। একই সঙ্গে থেমে পড়া আনন্দ আবার নতুন ভাবে মোড় নিয়েছে। প্রার্থীরাও নির্বাচনে বিজয়ী হতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছেন।

অনুসন্ধানে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম ইতোমধ্যে মহানগরের প্রতিটি ওয়ার্ডে ইফতার পার্টি করে ভোটারদের দৃষ্টি আকর্ষন করেছেন। মহানগর আওয়ামীলীগের ব্যনারে জাহাঙ্গীর আলম প্রতিটি ওয়ার্ডে ইফতার পার্টি করতে সক্ষম হয়েছেন।

অপরদিকে ধানের শীষের প্রার্থী ইফতার প্রচারণায় পিছিয়ে রয়েছেন। দলীয় নেতারা বলছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ডে ইফতার পার্টি করতে পারেননি।

গোপন সূত্র বলছে, ধানের শীষ প্রতিটি ওয়োর্ডে ইফতার পার্টি করার জন্য ১০ হাজার টাকা করে বরাদ্ধ দিলেও অনেকাংশে তা বাস্তবায়ন হয়নি। অনেক দায়িত্বপ্রাপ্ত নেতারা ওই টাকা নিয়ে নিজের ঘরে ইফতার পার্টি করেছেন। এ নিয়ে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া রয়েছে। বিষয়টি ধানের শীষের পক্ষ থেকে অস্বীকার করা হলেও বাস্তবে দেখা গেছে, তেমনভাবে সকল ওয়ার্ডে ইফতার পার্টি হয়নি।

এদিকে ঈদের আগে ঈদ সালামী নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যেও নানা প্রতিক্রিয়া রয়েছেন। সাধারণ কর্মীরা বলছেন, দায়িত্ব প্রাপ্ত নেতারা ঈদ সালামী অনেকাংশেই নিজেদের পকেটে ঢুকিয়েছেন। ফলে দুই প্রতীকের কর্মীদের মধ্যে ঈদ নিয়ে নানা আলোচনা সমালোচনাও আছে। তবে সব চাওয়া-পাওয়াকে গুরুত্ব না দিয়ে দুই দলেই চলছে প্রচারণা।

——-আগামী কাল দুই দলের আভ্যন্তরীন কোন্দল নিয়ে প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *