ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১০টায় চালু হয়েছে। এই দীর্ঘ সময় ধরে কনকনে শীতে প্রায় দুই হাজার যাত্রী ও কয়েক শ যানবাহন নিয়ে মাঝ নদীতে ১২টি ফেরি আটকা পড়ে। এতে দুই পারে ৩০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সৃষ্টি হয়েছে যানযট।
বিআইডাব্লিউটিসি’র মাওয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে এলে বয়া-বাতি দৃষ্টিহীন হয়ে পড়ে। এতে কয়েক হাত দূরের বস্তুও দেখা যাচ্ছিলো না। কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বয়া বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকালে কুয়াশা কাটতে শুরু করলে সকাল ১০টায় প্রথম ফেরিটি মাওয়া ঘাট থেকে ছেড়ে যায়। এ সময় আটকে পড়া ফেরিগুলোও গন্তব্যে রওনা দেয়। গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস দীর্ঘ সময় বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি এখন চরমে। রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ এবং কুরিয়ার সার্ভিসের বিভিন্ন গাড়িও পারাপারের অপেক্ষায় রয়েছে।