স্যামসাং গ্যালাক্সি এস ৫ এর পরের মডেলটিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে ক্যামেরা ও পর্দার মাপে ব্যাপক পরিবর্তন আনা হবে বলে জানায় চীনের ওয়েবসাইট সিএনএমও।
এখনো গুজব আকারে রয়েছে এসব তথ্য। কিন্তু এসব গুজবই বাস্তবে পরিণত হবে বলেও জানিয়েছে ওয়েসবাইটটি। নতুন গ্যালাক্সি এস৬-এ জনপ্রিয় টুল আনতুতু থাকছে। এটি এমন এক অ্যাপ যার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের প্রসেসর এবং গতির পারফরমেন্স পরিমাপ করা হয়।
গ্যালাক্সি এস৬ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর একটি স্ক্রিন শট প্রকাশ করেছে সিএনএমও। জানা গেছে, এই যন্ত্রের ক্যামেরা থাকবে ২০ মেগাপিক্সেলের, পর্দাটি হবে ৫.৫ ইঞ্চি মাপের (২৫৬০x১৪৪০), ৩ জিবি র্যামের সঙ্গে থাকছে ৬৪-বিট এর কোয়ালকম প্রসেসর।
স্যাম মোবাইল নামে একটি ব্লগ সাইটে এসব তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।
গ্যালাক্সি এস৫ এর বিপুল সফলতার পর আবারো এর বড় পরিবর্তনে সবাই বেশ আগ্রহ দেখাচ্ছেন। আগামী মাস থেকেই নতুন ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ পাবে বলেও জানানো হয়।
সূত্র:বিজনেস ইনসাইডার