মার্কিন মিত্ররা ইরাকে ১৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। মার্কিন লে. জেনারেল জেমস টেরি কুয়েতে সাংবাদিকদের এ কথা বলেছেন। গত কয়েকমাস ধরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে ইরাক।
এর আগে, ইরাকে ৩১০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে আমেরিকা। তার বাইরে এ সব সেনা পাঠানো হবে দেশটিতে। মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট চলতি মাসের ২ এবং ৩ তারিখে মধ্যপ্রাচ্যে বৈঠকে বসেছিল। এ বৈঠকে জোটটির পক্ষ থেকে প্রায় ১৫০০ সেনা পাঠানোর প্রাথমিক প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে জানান জেনারেল টেরি।
জেনারেল টেরি বলেন, এ সব সেনার বেশির ভাগই ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়ার দায়িত্ব পালন করবে। অবশ্য জোটভুক্ত কোন্ দেশ কি পরিমাণ সেনা পাঠাবে এবং তারা সামরিক কোনো দায়িত্ব পালন করবে কিনা সে সব তথ্য জানা যায় নি। জেনারেল টেরি বলেন, এ বিষয়ে এখনো ভাবনা চিন্তা চলছে। জোটের প্রতিনিধিদের তাদের নিজ নিজ রাজধানীতে ফিরে এ বিষয় সিদ্ধান্ত নেয়ার সময় দেয়া হয়েছে বলেও জানান তিনি।
– সূত্র : আইআরআইবি