ফেসবুক থেকে অতীতে অনেকেই সংবাদ পড়তেন এবং তা শেয়ার করতেন। তবে এবার সে বিষয়টি কমতে শুরু করেছে। তথ্যে প্রকাশ সংবাদ সন্ধান আর শেয়ারের জন্য ফেইসবুক ব্যবহার দিন দিন কমিয়ে দিচ্ছে মানুষ।
সম্প্রতি মার্কিন নির্বাচনে ভুয়া সংবাদের কারণে ফলাফল প্রভাবিত করার অভিযোগ ওঠে ফেসবুকের বিরুদ্ধে। এছাড়া প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে পারছে না, এমন অভিযোগও রয়েছে।
যুক্তরাষ্ট্রে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে সংবাদের জন্য ফেইসবুকের ব্যবহার নয় শতাংশ পড়ে গেছে বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি’র রয়টার্স ইনস্টিটিউট-এর গবেষণায় জানা গেছে। কমবয়সী ব্যবহারকারীদের বেলায় এই কমার হার ২০ শতাংশ।
২০১৬ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সংবাদের জন্য ফেইসবুক ব্যবহার গড়ে ছয় শতাংশ পড়ে গেছে।