ঘরের পাশে ঝুপড়ি মাঝে
থাকেন আবুল ভাই
রোজার শেষে ঈদ আনন্দ
তাহার ঘরে নাই।
সেমাই চিনি মাংশের গন্ধ
নাকে তাহার লাগে
উঁনুনে চড়েনা হাড়ি
আনন্দ নাই বাগে।
জাকাত ফেতরা পায়না সে
রোগ যন্ত্রনায় শুয়ে
কেবা রাখে তাহার খবর
সময় একটু দিয়ে।
আবুল ভাইয়ের ছেলে মেয়ে
পায়না ভালো তারে
যে যার মতো সংসার নিয়ে
পর করেছে তারে।
মাঝে মাঝে ঝুপড়ি থেকে
কান্নার আওয়াজ পাই
ক্ষুদার জ্বালায় কুঁকড়ে ওঠে
দেখার কেহ নাই।
বউটা তাহার গেলো বছর
ছাড়ছে ভবের ঘর
নাতি পুতি অনেক আছে
সব হয়েছে পর।
নতুন জামা ভালো খাবার
তার নাহি আর জোটে
ভোটের সময় এলে পরে
তার নিকট ছোটে।
বাড়ির পাশে আবুল ভাই
ঝুপড়ি ঘরে থাকে
এবার ঈদের খরচ দিলাম
পাঠিয়ে তার বাঁকে।