জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপের মাঠের খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পেল না সৌদি আরব। সৌদিকে গোল শূন্য নিয়ে একে একে গোল হজম করতে হল ৫ টি।
যার পা দিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রথম গোলটি আসে তিনি রাশিয়া দলের মিডফিল্ডার ইউরি গাজানিস্কি। ম্যাচের ১৩তম মিনিটে কর্নার শট পেয়ে গোলপোস্টের বাঁদিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি।
দেশের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে যুবরাজের সামনেই ম্যাচের ৪৪তম মিনিট পর্যন্ত দুই গোল খেয়ে বসেছে সৌদি আরব।
এরপর বিরতির ঠিক আগমুহূর্তে ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস চেরিশেভ। গোলোভিনের পাস থেকে ১৮ মিটার লাইন থেকে বল দখল করেন ফরোয়ার্ড জবনিন। তারপর তিনি তিন সৌদি ফরোয়ার্ডকে কাটিয়ে বল পাঠিয়ে দেন চেরিশেভের কাছে। আলতো ছোঁয়ায় বল ঠিকানায় পাঠিয়ে দেন চেরিশেভ।