বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর ওপর সোমবার দিবাগত রাতে দুটি ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত হয়েছে অপর একজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর ওপর ৩৩ নং পিলারে নিকট সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকে পিছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এসময় অপর একটি ট্রাক পিকআপটির পিছনে ধাক্কা দিলে পিকআপটি দুমরেমুচরে যায়। দুটি ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের হেলপার মারা যায়। গুরুতর আহত পিকআপের ড্রাইভারকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত হেলপার ও গুরুতর আহত ড্রাইভারের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন ঘন কুয়াশার কারনে এ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।