ঢাকা: নব্য জেএমবির নারী শাখার প্রধান হুমায়ারা ওরফে নাবিলা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে মঙ্গলবার জামিন পান নাবিলা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার বিকাল সাড়ে ৫টায় বের হন তিনি। এ সময় তার বাবা এমএ জাকির তাকে নিয়ে যান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার সুপার মোহাম্মদ শাজাহান বলেন, জামিনের কাগজপত্র আসায় নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছরের ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বোমা হামলা চালিয়ে মন্ত্রী-এমপিসহ শতাধিক মানুষকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছিল পুলিশ।
নাবিলা ও তার স্বামী তানভীর ইয়াসিন করিম ওই ঘটনায় অর্থের জোগান দিয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।