প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকিতে রয়েছে হবিগঞ্জ শহর রা বাঁধ।
আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার হবিগঞ্জে বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়তে থাকে। রাত ১২টার পর থেকে আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত নদীর পানি বিপদসীমার ২শ’ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলাম জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার বিকাল থেকে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। রাত ১২টার পর থেকে দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ’ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জরুরি দুর্যোগ মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত বালির বস্তা মজুদ রেখেছে। যাতে করে বাঁধের কোনও স্থানে লিকেজ দেখা দিলে তাৎণিকভাবে মেরামতের ব্যবস্থা করা যায়। তবে ত্রিপুরায় বৃষ্টি কমে গেলে খোয়াই নদীর পানিও কমে যাবে।