ইভটিজিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

Slider জাতীয়

212239_bangladesh_pratidin_444

ইভটিজিংয়ের প্রতিবাদ ও মা বোনদের নিরাপদে পথচলা নিশ্চিত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।

মঙ্গলবার বিকেলে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, পৌরসভার কাউন্সিলর মো. আমিনুর রহমান, উল্কা বেগম, শামসুর রহমান মার্কেটের সভাপতি মোহাম্মদ আলী বাবু, সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের সহকারি কুশল ভৌমিক, নাট্যকর্মী শাম্য রহমান, কালিবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, সোমবার বিকেলে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে কয়েকজন তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বখাটেরা। সেই মুহূর্ত ভিডিও করে ফেসবুকে আপলোড করে এক তরুণী। মুহূর্তের মধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *