হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৪ জুন রিটার্নি অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল, ২৬ জনু মনোনয়নপত্র বাছাই ও ৩জুলাই মনোনয়নপত্র প্রত্যহারের শেষ তারিখ।
রবিবার নির্বাচন কমিশনের আর্দেশক্রমে যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা-২ খোন্দকার মিজানুর রহমান এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ দুপুরে জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন জানান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের বিষয়টি চিঠির মাধ্যমে আমাদের জানানো হয়েছে। আমরা নির্বাচন ব্যবস্থাপনা গ্রহণের জন্য সকল প্রস্তুতি নিচ্ছি। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া ইন্তেকাল করেন। নিয়ম অনুযায়ী কোন জনপ্রতিনিধি মৃত্যুবরণ করলে সেখানে উপ-নির্বাচনের কথা রয়েছে। এ হিসেবে গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনে চিঠি প্রেরণ করেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ জুলাই এ উপজেলায় উপ-নির্বাচনের তারিখ ধার্য্য করেন।
পাঁচটি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত আজমিরীগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ৭৯ হাজার ৭৫৩ ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ৪০হাজার ৫৩ ভোট ও মহিলা ৩৯হাজার ৭শ ভোট।
ভাটি এলাকা হিসেবে পরিচিত এ উপজেলার বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতর আলী মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া। নির্বাচিত হওয়ার পর থেকে আতর আলী মিয়া সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সাথে সমন্বয় রেখে মরহুম আতর আলী মিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছিলেন।
এদিকে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ১২জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার ছেলে যুবলীগ নেতা আল-আমিন, সিলেট মহানগর বিএনপি’র সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালেদুর রশীদ ঝলক, জাতীয়তাবাদী আইনজীবী ফেডারেশনের নেতা অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাপ্তার সারোয়ার।
তফসিল ঘোষণার পর পরই সম্ভাব্য প্রার্থীরা এলাকায় মানুষের সাথে যোগাযোগ শুরু করেছেন। ঈদের পরেই নির্বাচনে আনুষ্ঠিক প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন যেহেতু এটি দলীয় নির্বাচন হবে। সেহেতু দল যাকে মনোনয়ন তাও মেনে নিবেন।