মালয়েশিয়ায় তারেক-কোকোর হাসি-কান্নার কিছুক্ষন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু ফুলজান বিবির বাংলা বাংলার আদালত বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

tarekh_bg_691834982
মনির হোসেন
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: বিচ্ছিন্ন জীবনের প্রায় ৭ বছর পর মালয়েশিয়ার একটি হোটেলে সাক্ষাৎ হলো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই সন্তানের। উভয় পরিবারের সকল সদস্যদের ওই মিলনক্ষন ভারী করেছে বাতাস। আবেগাপ্লুত পরিবেশে  কখনো হাসি কখনো কান্নায় তৈরী হয়েছিলো এক ভিন্ন পরিবেশ।

সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর দেখা হয়েছে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবার ও সন্তানরাও এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি। এসময় পুরো হোটেল-কক্ষের পরিবেশ গম্ভীর হয়ে ওঠে।

শারীরিক চেকআপের জন্য যুক্তরাজ্যের লন্ডন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন তারেক রহমান। আগে থেকেই হোটেলে সপরিবারে অবস্থান করছিলেন কোকো। সেখানে আসামাত্রই দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন, একপর্যায়ে কেঁদে ফেলেন।

রাজধানীর সেনানিবাসের বাড়ি থেকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন আরাফাত রহমান কোকো। একই বছরের ৭ মার্চ গ্রেফতার হন তারেক রহমান। এরপর দুই ভাইয়ের আর দেখা হয়নি। যদিও পৃথকভাবে তারেক রহমান ও কোকোর সঙ্গে সাক্ষাৎ হয় মা খালেদা জিয়ার।

চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে যান। একই বছরের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে তিনি মালয়েশিয়ায় যান। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন খালেদা জিয়ার এই ছোট ছেলে।

এদিকে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান কুয়ালালামপুরে গেছেন জালান কিয়া পেং এ প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে শারীরিক পরীক্ষা করাতে। তবে অন্য সূত্রে জানা যায়, বিএনপির বর্তমান অন্তর্কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা থেকে বের করে কীভাবে দলকে চাঙ্গা করা যায়, সে বিষয়ে কোকোর সঙ্গে পরামর্শের জন্য মালয়েশিয়া গেছেন তিনি।

মালয়েশিয়া বিএনপি নেতারা জানিয়েছেন, এলিট ফোর্স র্যাব বিলুপ্তির দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। ৯ জুন এ কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে। তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর না গেলে হয়তো ৮ জুন মালয়েশিয়ায় বিএনপির আরেকটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *