পাকিস্তানে সাংবাদিকদের বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এ কারনে রবিবার দেশটির গণমাধ্যম মালিকদের আদালতে তলব করেন দেশটির প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার।
ভিক্ষা কিংবা ধার করে হলেও সাংবাদিকদের বেতন পরিশোধ করতে সংবাদমাধ্যমগুলোর মালিকদের নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার দেশটির সাংবাদিকদের বেতন না দেওয়া সংক্রান্ত এক রিটের শুনানিতে তিনি এই নির্দেশনা দেন।
রবিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
সাংবাদকর্মীদের বেতন দেওয়ার বিষয়ে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। সংবাদমাধ্যমগুলোর মালিকদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ আসিফ বাট আদালতকে জানান, যেসব সাংবাদিক তাদের বকেয়া বেতন দেওয়ার দাবি জানাচ্ছেন তাদেরকে সংবাদমাধ্যম অফিসগুলো লে অফ দিচ্ছে।
এ বিষয়ে বিচারপতি সাকিব নিসার নির্দেশ দেন, কোনো সাংবাদিককে লে অফ দেওয়া যাবে না। আদালতের নিদের্শনা মানতে যেসব প্রতিষ্ঠান ব্যর্থ হবে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।