বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১১টায় বগুড়া শহরের নবাববাড়ী রোডে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সবাপতি বিপি সাইফুল ইসলাম।
অন্যন্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, লাভলী রহমান, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, তাহা উদ্দিন নাহিন, পরিমল চন্দ্র দাস, শাহ মেহেদী হাসান হিমু, সিপার আল বখতিয়ার, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, মাহবুব আলম শাহীন, সৈয়দ জহুরুল আলম, নাজমা আক্তার, আলী মুর রাজি তরুন, আব্দুল গফুর দ্বারা, মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদল সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
সমাবেশে বক্তারা খালেদা জিয়াকে সুচিকিৎসা প্রদান ও তার মুক্তি দাবি করে।