ব্রুকলিনে বাংলাদেশি রনির জানাজা সম্পন্নl

Slider সারাবিশ্ব

145614_bangladesh_pratidin_roni

দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইয়াকুব রনি (২৪)’র জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার বাদ জোহর রনির লাশের জানাজা অনুষ্ঠিত হয় ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে অবস্থিত দারুল জান্নাহ মসজিদের সামনে।

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী নেতৃবৃন্দ এতে অংশ নেন। জানাজায় ইমামতি করেন শেখ কামাল আল মার্কি।

৭ জুন রাত সাড়ে ১০টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ফাটবুশ এলাকায় ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত এপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে রনি নিহত হন। জানাজায় অংশ নেয়া প্রবাসীরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেও ঘাতকেরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ক্রমান্বয়ে বাড়ছে।

ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম বলেন, সরকারি পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে ঘাতককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে।

রনির পৈতৃক বাড়ি নোয়াখালী অঞ্চলের দাগনভূইয়ায়। তাকে নিউ জার্সি অঙ্গরাজ্যের মালবরো এলাকায় মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

রনির সাথে থাকা আরেক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

প্রথমে মনে করা হয় সেই যুবকও বাংলাদেশি। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় তিনি পাকিস্তানি, নাম এসানুল কবির (২৩)।
পুলিশ জানায় যে, ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। দুর্বৃত্তরা গ্রেফতার হলেই হত্যার উদ্দেশ্য জানা সম্ভব হবে। দুর্বৃত্তদের গ্রেফতারে সর্বসাধারণের সহায়তা চেয়ে পুলিশ একটি হটলাইন চালু করেছে-১-৮০০-৫৭৭-৮৪৭৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *