বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রানা প্লাজাই আমাদের পোশাক খাতের পুরো ইমেজ নয়। আমাদের অনেক সফলতার গল্পও আছে। যা মিডিয়ায় আসে না। এক্ষেত্রে মিডিয়াকে পজেটিভ চিন্তা করতে হবে। আজ সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত তিনদিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনের অষ্টম সেশনে বাংলাদেশ আরএমজি ২০২১ : পার্টনারিং মিডিয়া ইন ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১২ সালে রানা প্লাজায় ১ হাজার ৭০ জন শ্রমিক নিহত হয়। যা মিডিয়ায় প্রকাশ পেলে বিশ্বে আমাদের পোশাক খাতের নেতিবাচক প্রভাব পড়ে। ফলে আমাদের উদ্যোক্তারা এখনও সংগ্রাম করে যাচ্ছে।
সোমবার সামিটের এই সেশনে শিল্প ও পোশাক শিল্পের উন্নয়নে দেশকে ব্র্যান্ডিং করার গুরুত্ব আলোচনা করা হবে। আলোচনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও পোশাক শিল্পকে ব্র্যান্ডিং করার জন্য পোশাক শিল্প সংশ্লিষ্ট সকল সমালোচনাকারী ষ্টেকহোল্ডারদেরকে একটি ঐক্যমতে আনয়ন। বৈশাখী টেলিভিশন এর এডিটর-ইন-চীফ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন; সংসদ সদস্য শিরিন আক্তার, সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বিজিএমইএর ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মুজাফ্ফর ইউ সিদ্দিক প্রমুখ।