আট দিন উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।
কাজে যোগ দিয়েছে সাময়িক ছুটিতে যাওয়া শ্রমিকরা। খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি ও খনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূ-গর্ভে ব্যবহৃত বিস্ফোরক শেষ হয়ে যায়ওয়ায় ৩১ মে উৎপাদন শ্রমিকদের সাময়িক ছুটি দিয়ে দেয় মধ্যপাড়া পাথর খনির উৎপাদনকারী ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মনিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি)। এতে করে চলতি মাসের ১ জুন থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায় খনিটিতে।
জিটিসি সূত্র জানায়, বিস্ফোরক শেষ হওয়ার প্রায় ছয় মাস পূর্বে বিস্ফোরক এর চাহিদা দিয়ে চিঠি দেয়া হয় খনি কর্তৃপক্ষকে। কিন্তু খনি কর্তৃপক্ষ সময়মত বিস্ফোরক সরবরাহ করতে না পারায় বিস্ফোরকের অভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় জিটিসি। এতে করে আট দিন উৎপাদন বন্ধ থাকে খনিটিতে।
জিটিসি’র মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকি বলেন. বিস্ফোরক পাওয়া মাত্র কাজ শুরু করা হয়েছে। বিস্ফোরক প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করতে কয়েকদিন সময় লেগে যায়।
প্রক্রিয়াজাত শেষ করে আজ থেকে উৎপাদন শুরু হয়েছে।