সিলেট নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি প্রিন্টিং প্রেসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- সুমাইয়া প্রিন্টিং, আর আর প্রিন্টিং ও তাজিম অফসেট প্রেস।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। শুক্রবার দোকান বন্ধ ছিল। গতকাল শনিবার সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে কাগজসহ অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে।
তিনি আরও বলেন, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।