চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাত দলের হামলায় নয় জেলে গুরুতর আহত হয়েছেন। এ সময় ১০টি মোবাইল ও নগদ অর্থ লুট করে নিয়েছে ডাকাতরা।
আহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকার আবুল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (৩৩) ও নেছার আহমেদ পাটওয়ারী (৪০)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকায় পূর্ব পাশে হরিণাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বলেন, এ ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।