ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুনে পুড়েছে বেশ কয়েকটি দোকান

Slider বাংলার মুখোমুখি

17e140fac98b6871fb19f892fe19f0bf-5b18a69e07b1a

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় হকার্স সুপার মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকান। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই মার্কেট থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় মার্কেটের সামনে কান্নাকাটি করছিলেন দোকানিরা। মার্কেটটিতে জুতা, কাপড়, প্রসাধনী ও দরজির তিন শতাধিক দোকান আছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। মার্কেটে তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। সকাল পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে বেশির ভাগ দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের উৎস অনুসন্ধান করা হচ্ছে।

মার্কেটের কয়েকজন দোকানি জানান, ঈদ উপলক্ষে অনেক দোকানে নতুন মালামাল তোলা হয়েছিল। আগুনে অনেক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *