নাটোরের বড়াইগ্রামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে মজনু মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাড়ি থেকে ডেকে মোতালেব হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে মজনু মিয়াকে এই কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পিপি সিরাজুল ইসলাম জানান,২০১৫ সালের ৬ এপ্রিল রাতে বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামের মোতালেব হোসেনের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয় দুবৃর্ত্তরা। দরজা খোলার সাথে সাথে সেখানেই তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তারা।
এই ঘটনায় মামলা হলে পুলিশ বড়াইগ্রাম থানার কুমরুল গ্রামের মোতালেবের ছেলে মো. মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে নাটোর জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই রায় দেন।