বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতার একটি অংশ থাকে সাঁতারের পোশাকে প্রতিযোগীদের অংশগ্রহণ। মিস আমেরিকাতেও প্রতিযোগীদের ‘সুইমস্যুট ইভেন্ট’ নামে একটি বাধ্যতামূলক অংশ ছিল। তবে এবার সে অংশটি বাতিল করা হয়েছে।
অতীতে সুইমসুট ইভেন্টের মাধ্যমে সাঁতারের পোশাকে প্রতিযোগীদের শারীরিক সৌন্দর্যসহ কয়েকটি বিষয় বিচার করা হত।
১৯৮৯ সালের মিস আমেরিকা বিজয়ী গ্রেটচেন কার্লসন এবার মিস আমেরিকার বিচারকমণ্ডলীতে বসছেন। তিনি বলেন, ‘আমরা আর প্রদর্শিত বস্তু নই। আমরা প্রতিযোগী।’
মার্কিন যুক্তরাষ্টের ৫০টি রাজ্য থেকে মিস আমেরিকার জন্য প্রতিযোগী বাছাই করা হয়। এরপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মিস আমেরিকা নির্বাচন করা হয়।
তবে এবার শুধু সুইমস্যুট ইভেন্টই বাদ দেওয়া হয়নি পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিনিং গাউন অংশটিও। তার বদলে প্রতিযোগীরা নিজেদের ব্যক্তিগত স্টাইল উপস্থাপন করতে পারবেন, যেখানে নিজেদের আত্মবিশ্বাস প্রকাশ করা যাবে।