হাফিজ সাঈদের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

সারাবিশ্ব

image_160506.saeed-655x360আর ভারত-বিরোধী ট্যুইট সহ্য করা হবে। ট্যুইটার বহিষ্কার করেছে ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে। ভারত-বিরোধী বার্তা ট্যুইট করে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতেই ট্যুইটার এই পদক্ষেপ নিয়েছে।
পাকিস্তানের বাসিন্দা জামাত-উদ-দাওয়া প্রধান সাঈদ ট্যুইটারের একজন অ্যাকটিভ সদস্য ছিলেন। প্রায়শই তিনি ট্যুইটারের মাধ্যমে ভারত-বিরোধী বার্তা ছড়ানোর চেষ্টা করতেন। বারবার তাঁর ট্যুইটার পেজে ভেসে উঠত সন্ত্রাসী বার্তা। বেশিরভাগ ট্যুইটই প্ররোচনামূলক ও বিতর্কিত বলে অভিযোগ। ভারত-বিরোধী বার্তা দিয়ে সন্ত্রাস ছড়াতেই ট্যুইটারকে ব্যবহার করত সাঈদ। সম্প্রতি তিনি যে ট্যুইট করেছিলেন তাও ব্যতিক্রম নয়। তিনি ট্যুইটে ৭১-এর প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে ও কাশ্মীর দখলের হুমকিও দেন।
বারবার সাঈদ এই অভিযোগ তুলেছে যে , ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে। এমনকী পাকিস্তানের বন্যার জন্যও মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানায় সাঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *