অভিযোগ স্বীকার করেছেন গায়ক আসিফ: সিআইডি

Slider বিনোদন ও মিডিয়া

Asif-Akbar-L20170207144214

গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী আসিফ আকবরকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এ সময় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ -অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রির কথা স্বীকার করেছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাকে (আসিফ আকবর) রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।

মোল্যা নজরুল ইসলাম বলেন, তাকে ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে। সে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করবেন। আদালতের নির্দেশনায় তাকে রিমান্ডে পাওয়া গেলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়াও আসিফের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও মামলার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে একটি সাদা মাইক্রোবাসে মালিবাগের সিআইডি কার্যালয়ে নেয়া হয়। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলা নম্বর ১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *