সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগর হকার্স কল্যান সমিতির সভাপতি ও হকার্স লীগ নেতা রকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নগরভবনে হামলা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. গৌসুল হোসেন।
গত সোমবার বিকেলে হকার উচ্ছেদকে কেন্দ্র করে রকিব আলীর নেতৃত্বে একদল হকার নগরভবনে হামলা চালায়। হামলায় সিটি করপোরেশনের ৩ জন কর্মচারী আহত হন। এছাড়া হকাররা করপোরেশনের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা চালায়। এসময় হকাররা মেয়র আরিফুল হক চৌধুরীর উপরও হামলার চেষ্টা চালায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১।
মামলায় রকিব আলী ওরফে আবদুর রকিবের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক হকারকে আসামি করা হয়। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই রকিবকে গ্রেফতার করে পুলিশ।