আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যে কারণে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। না হলে সিরিজ হারের লজ্জায় ডুবতে হবে সাকিব-মুশফিককে।
আজ দ্বিতীয় ম্যাচে দলে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে। প্রথমে বাংলাদেশ খেলিয়েছিল তিন পেসার। আজকের ম্যাসে সেই সংখ্যা কমতে পারে। উইকেটে সুবিধা পেতে বাড়তি স্পিনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
প্রথম ম্যাচে ভালো করতে না পারা আবুল হোসেন রাজুর জায়গায় ফিরতে পারেন মেহেদি হাসান মিরাজ। আরেক পেসার আবু জায়েদ রাহীর জায়গায় ফিরতে পারেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
আজ মঙ্গলবার ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সাকিব বাহিনী মুখোমুখি হবে সিরিজে ০-১ ব্যবধ্যানে এগিয়ে থাকা আফগানদের। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
গত ম্যাচের ভুলগুলো শুধরে আজ মাঠে নামতে হবে টাইগারদের। খেলতে হবে টাইগারদের মতোই। তাহলেই নিদাহাস ট্রফির রানার্সআপ হওয়ার পর একটি অ্যাওয়ে সিরিজ জয়ের স্বাদ নিতে পারবে সাকিব আল হাসানের দল।