ইসরায়েল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচটা হওয়ার কথা ছিল হাইফাতে। পরে ভেন্যু বদলে আনা হয়েছে পশ্চিম জেরুজালেমে টেডি কোলেক স্টেডিয়ামে। গাজার সঙ্গে জেরুজালেমের এই অংশই প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। তাই ম্যাচ আয়োজনের সঙ্গে রাজনীতিরই যোগ দেখছেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব। তাঁর শঙ্কা ইসরায়েলি রাষ্ট্রের ৭০ বছর পূর্তির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ম্যাচটি।
এই শঙ্কার কথা আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে। তাদের মতে লিওনেল মেসির আর্জেন্টিনার খেলতে আসার অর্থ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের পরোক্ষ স্বীকৃতি দেওয়া। এ জন্যই রাজুব চান আর্জেন্টিনা খেললেও মেসি যেন না আসেন ফিলিস্তিনে, ‘মেসি, ইসরায়েলে খেলতে আসবেন না আপনি। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলিরা যে বিদ্বেষের আগুন জ্বালিয়েছে, এখানে খেলতে এসে সেটার বৈধতা দেবেন না। আমাদের অনুরোধ এটা।’ লিওনেল মেসি যদি অনুরোধটা না রেখে খেলতে আসেন ইসরায়েলে, তখন? জিব্রিল রাজুব হুমকি দিয়েই বললেন তাহলে মেসির জার্সি ও ছবি পোড়ানো হবে, ‘মেসি আমাদের অনুরোধ না রাখলে মুসলিম বিশ্বের সব তরুণকে বলব, তাঁর ছবি ও জার্সি পুড়িয়ে ফেলতে। সবাই যেন বর্জন করে মেসিকে।’ মেসি ৯ জুন ইসরায়েলে খেলতে আসেন কি না সেটাই দেখার এখন।
সূত্র: এএফপি