রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশরের সেই দলে রয়েছেন দেশটির অন্যতম ভরসা মোহাম্মদ সালাহ।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়া লিভারপুল তারকা চোট সারিয়ে মাঠে ফিরতে প্রাণপণ লড়াই করছেন। আশা করা হচ্ছে ১৯ ও ২৫ জুন গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে রাশিয়া ও সৌদি আরবের মুখোমুখি হতে পারবেন সালাহ।
মিশরের চূড়ান্ত দল-
গোলরক্ষক: এসাম এল হাদারি, মোহাম্মদ এল শেনাউয়ি, শেরিফ একরামি।
ডিফেন্ডার: আহমেদ ফাথি, সাদ সামির, আয়মান আশরাফ, আহমেদ হেগাজি, আলি গাবার, আহমেদ এলমোহাম্মদি, ওমার গাবার, মাহমুদ হামদি।
মিডফিল্ডার: মোহাম্মদ এলনেনি, তারেক হামেদ, স্যাম মুরসি, মাহমুদ আবদেল রাজেক, মাহমুদ হাসান, আবদাল্লাহ এল সাঈদ, রামাদা সোহবি, আমর ওয়ারদা, মাহামুদ মোনেইম।
ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন।