ঢাকা: মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন । তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, অগ্ন্যুৎপাতে অন্তত ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে। বাতাসে ছাই থেকে রক্ষা পেতে সরকারি কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রয়টার্সকে জানায়, গতকাল রোববার রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আগ্নেয়গিরিটি আঘাত হানে। এতে এলাকায় অবস্থিত ঘরবাড়ি ও এর ভেতরে থাকা লোকজন দগ্ধ হয়।
স্থানীয় লোকজন বলছেন, ১৯৭৪ সালের পর এই প্রথম বড় কোনো লাভা উদগিরণের ঘটনা ঘটল।
প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেছেন, জাতীয়ভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু হয়েছে। আকাশে ছাইয়ের কারণে রাজধানীর লা অরোরা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
গুয়েতেমালার সামরিক বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাতœক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।