
সংসদ ভবনে নিজ কার্যালয়ে মিলান ভারভারকে স্বাগত জানিয়ে স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বিশ্ব প্রশংসিত এবং বাংলাদেশের অর্থনীতির বৃহৎ খাত। বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিকের বেশী ভাগই নারী এবং তাদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।
এসময় মিলান ভারভার সামাজিক ও মানব উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন।