বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে

Slider খেলা

180901_bangladesh_pratidin_dmp_newwws

বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে রবিবার থেকে। ভারতের দেরাদুনে আফগানিস্তানের অ্যাওয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

তিন ম্যাচের এই সিরিজে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার। মাঝে একদিন পর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন। তিনটি ম্যাচই একই সময়ে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ম্যাচগুলো সরাসরি দেখতে চোখ রাখতে হবে টিভিতে। বাংলাদেশের দুটি টিভি চ্যানেল গাজী টিভি এবং চ্যানেল আই এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রচার চুক্তির কারণে চ্যানেল আই দলটির সকল ম্যাচ সম্প্রচার করবে।

ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপে সরাসরি সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ও হটস্টার। পাকিস্তানে দেখা যাবে তাদের নিজস্ব চ্যানেলে পিটিভি স্পোর্টসে। নিউজিল্যান্ডে ম্যাচগুলো দেখাবে স্কাই স্পোর্টস এনজে চ্যানেল।

এদিকে, যুক্তরাষ্ট্রে দেখা যাবে উইলো টিভিতে। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরজটির সব ম্যাচ দেখাবে সুপার স্পোর্টস। যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস ক্রিকেট আর অস্ট্রেলিয়াতে সম্প্রচার করবে ফক্স স্পোর্টস। এছাড়া কানাডাতে দেখা যাবে এটিএন ক্রিকেট প্লাস চ্যানেলে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে দেখা যাবে ইএসপিএন ক্যারিবিয়ান চ্যানেলে।

এর আগে গত শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচ আফগানিস্তান ‘এ’ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। আজ আসল লড়াইয়ের মঞ্চে নিশ্চয়ই এমন কোনো ফলাফল প্রত্যাশা করবে না বাংলাদেশ। রশিদ-মুজিবের ঘূর্ণি সামলে দুর্দান্ত ম্যাচ উপহার দেবে টাইগাররা- এমনটাই সবার চাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *