কিমের সঙ্গে দেখা করতে চান আসাদ

Slider সারাবিশ্ব

172821bashar_al_assad

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। আর এজন্য তিনি উত্তর কোরিয়া সফরও করতে চান।

সিরিয়ায় উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূত নিয়োগ হয়েছেন। তার পরিচয়পত্র উপস্থাপনের সময় আসাদ এমন মন্তব্য করেন।

গত বুধবার আসাদ এ ইচ্ছা পোষণ করেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার পত্রিকা রোডং সিনমুন।

সাক্ষাতে আসাদ বলেন, তার বাবা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আসাদ পিয়ংইয়ংয়ের সঙ্গে দামেস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তর কোরিয়া ও সিরিয়া উভয় দেশের ওপরেই মার্কিন সরকার নানাভাবে চাপ প্রয়োগ করছে। এ অবস্থায় উভয় দেশের বন্ধুত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *