গাজীপুরের হাজিরপুকুরে রাতুল অ্যাপারেলস লিমিটেড কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। আজ সোমবার সকালে কারখানার তিন তলায় টাইলস খসে পড়ে। এসময় কারখানার ফাটলের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করেন। কারখানার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। এসময় ভবনের ভিতরে কয়েকটি টাইলস খসে পড়ে। এসময় শ্রমিকদের মধ্যে ভবন ফাটল আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের মধ্যে ফাটল আতঙ্ক দেখা দিলে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করেন।
কারখানার নিরাপত্তাকর্মী এনামুল হক জানান, সকাল ১১টার দিকে হাজীরপুকুর এলাকার রাতুল এপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার তৃতীয়তলার ফ্লোরের কয়েকটি টাইলস ফেটে গেলে কারখানার পাঁচটি ফ্লোরের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত কারখানা এলাকা ত্যাগ করেন। গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, শ্রমিকদের মধ্যে ফাটল আতঙ্ক দেখা দিলে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের দুই দিনের ছুটি ঘোষণা করেন। ফাটল পরীক্ষা নিরিক্ষা করে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।